ভালোবাসা উৎযাপনের সপ্তাহ: ভ্যালেন্টাইন সপ্তাহ 2024 এবং ভালোবাসা দিবসের কাহিনী

0
111

ভ্যালেন্টাইনডে সপ্তাহর কাহিনী শুরু র রত

ভালোবাসা উৎযাপন করার যে বিশেষ দিনের অপেক্ষায় সারা বছর ই করতে থাকে বিভিন্ন সম্পর্কের মানুষ প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, স্ত্রী স্বামী, মা এবং সন্তান, ছাত্র এবং শিক্ষক। ফুল, চকলেট, কার্ড এবং ভিন্ন ধরনের জিনিস আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন । আবার, নতুন প্রেম ই ভালবাসার নাগাল পাওয়া যুগলদের মধ্যে ফেব্রুয়ারির ৭ থেকেই ১৪ ফেব্রুয়ারি যেন চলতে থাকে সপ্তাহব্যাপী উৎসব। ভালবাসার বিশেষ এই দিনগুলি আরো স্পেসাল হয়ে থাকে।
এই ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে র পিছনে কালো সত্য কাহিনী।ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ।রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল।বন্দী অবস্থায় ভ্যালেন্টাইন এক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন । এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। রোম সম্রাট তার প্রতি ঈর্ষান্বিত হয়ে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি ছিল। ভ্যালেন্টাইন অন্ধ মেয়ে টিকে ভালোবেসে ফেলেছিলেন। ভ্যালেন্টাইন র মৃত্যু র সেই দিন থেকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনডে দিন হিসেবে পালন করা হয়।
কাপলরা সারা বছর ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine Week 202)-এর জন্য অপেক্ষা করে। ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine Week 202) ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day)
এটা ভ্যালেন্টাইনডে সপ্তাহর প্রথম দিন গোলাপ ফুল দিয়ে ভালোবাসা বৃদ্ধি করে থাকি। এতে সম্পর্ক আরো সমৃদ্ধ হয়।
৮ ফেব্রুয়ারি প্রোপজ ডে (propose day)
প্রেমের প্রস্তাব দেওয়া র দিন। মনের মানুষ কে জানাতেই পারেন মনের ভালোবাসা।
৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (chocolate day)
চকোলেট কে না ভালোবাসে বাচ্চা বুড়ো সবাই সবাই ভালো বাসে।এই চকোলেট ডে তে মনের মানুষ , ভাই, বোন , দাদা, দিদি, বাচ্চা দের সবাই কে দিতে পারেন।
১০ ফেব্রুয়ারি টেডি ডে (teddy day)
এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন।
১১ফেব্রুয়ারি্ প্রোমিস ডে ( promise day)
পাশে থাকার অঙ্গীকার করে, আরো অনেক প্রুতিশুতি দিয়ে সম্পর্ক আরো দৃঢ় করি।
12 ফেব্রুয়ারি হাগ ডে( Hag day)
ষষ্ঠ দিন একে অপরকে জড়িয়ে, ১২ ফেব্রুয়ারি মানেই আলিঙ্গন দিবস। আত্মীয় বা বন্ধুর সঙ্গে আলিঙ্গন করলে আন্তরিকতা বাড়ে। সম্পর্কগুলো আরও গভীর হয়, মজবুত হয়।
১৩ ফেব্রুয়ারি কিস ডে (kiss day)
দিন চুম্বন দিয়ে শেষমেশ বহু প্রতীক্ষিত ‘এই বিশেষ দিনে দম্পতিরা একে অপরকে চুম্বন করে তাদের অনুভূতি প্রকাশ করে। এই দিনটি মিস করবেন না – এটি আপনার বিশেষ ব্যক্তির সাথে উদযাপন করুন। শুভ চুম্বন দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহের দীর্ঘ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয় কারণ একটি চুম্বন । আরও সুন্দর এবং রোমান্টিক উপায়ে আপনার অনুভূতি প্রকাশ করতে পারে।
১৪ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে(Valentine day)
এই “ভালোবাসা দিবস” পালন করার আয়োজন হিসেবে সামাজিক গণমাধ্যম খুব বড় একটা ভূমিকা পালন করে।
কাপলরা তাঁদের সঙ্গীকে উপহার দিয়ে তাঁদের ভালবাসা প্রকাশ করে। ফুল, গিফট দিয়ে মনের মানুষ কে খুশি করা। একসাথে সময় কাটানো, খাওয়া দাওয়া্

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here